Skip to content
Menu

গোপনীয়তা বিজ্ঞপ্তি: হাইজিন অ্যান্ড বিহেভিওর চেঞ্জ কোয়ালিশন ইন বাংলাদেশ

This data privacy notice is available in English at this link. This Bengali version is for information only and may not be relied upon. Where any conflict exists between the English version and the Bengali version, the English version takes precedent. 

সূচনা 

এই প্রকল্পের লক্ষ্য হলো স্বাস্থ্যগত পরিণতির উন্নয়ন এবং বাংলাদেশে কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে সহায়তা করা। আমরা কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছি যা আমাদের জরিপটি সম্পূর্ণ করার উদ্দিপনা জোগাতে আর বিভিন্ন পোস্টার এবং ভিডিওগুলোর কার্যকারিতা যাচাই করতে ব্যবহৃত হবে। এই গোপনীয়তা বিজ্ঞপ্তিটি নির্ধারণ করে যে আপনি এই গবেষণা প্রকল্পের অংশগ্রহনকারী হয়ে থাকলে কীভাবে আপনার ব্যক্তিগত এবং ক্রিয়াকলাপের তথ্য সংগ্রহ ও ব্যবহার করা হবে। 

আপনি ১৮ বছরের কম বয়সী হয়ে থাকলে এই প্রকল্পে অনশগ্রহন করতে পারবেন না। 

আমাদের এই গবেষণাটি ব্র্যাক ইন্সটিটিউট অফ গভারনেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর সাথে যৌথভাবে পরিচালিত হচ্ছে। তবে নিম্নের “কে/কারা আপনার তথ্য দেখতে পারবে” অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতি বাদে আপনার ব্যক্তিগত তথ্য এই সংস্থ্যাকে প্রদান করা হবেনা। 

বিহেভিওরাল ইনসাইটস লিমিটেড (আইনী নাম দি বিহেভিওরাল ইনসাইটস টিম (বিআইটি)) নিয়ামক এবং এই প্রকল্পের কারণে সংগৃহীত আপনার ব্যক্তিগত তথ্যের জন্য দায়বদ্ধ। এই বিজ্ঞপ্তিটি আপনার নিকট হতে সরাসরি সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য এবং তৃতীয় পক্ষ দ্বারা প্রদানকৃত তথ্যের জন্য প্রযোজ্য। সরাসরি তথ্য সংগ্রহের সময় অনুগ্রহ করে নিশ্চিত করবেন যে প্রদানকৃত সকল তথ্য সঠিক এবং হালনাগাদ। তথ্যের যেকোন পরিবর্তন সম্পর্কে অনুগ্রহ করে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব জানাবেন। 

আমরা একজন তথ্য সংরক্ষন কর্মকর্তা/ডাটা প্রটেকশন অফিসার (ডিপিও) নিয়োগ দিয়েছি যিনি এই গোপনীয়তা বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল প্রশ্নের উত্তরের জন্য দায়ী। আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কিত আইনী অধিকার প্রয়োগ করার আবেদন সহ এই বিজ্ঞপ্তিটির ব্যপারে যেকোন প্রশ্নের উত্তর পেতে অনুগ্রহ করে ডিপিও-এর সহিত যোগাযোগ করুন: 

ডাক ঠিকানা:  Behavioural Insights Ltd, 4 Matthew Parker Street, London, SW1H 9NP

ই-মেইল: dpo@bi.team. 

যেকোন সময়ে তথ্য কমিশনারের অফিস (আইসিও), দি ইঊকে সুপারভাইজরি অথোরিটি-এর কাছে তথ্য সংরক্ষন সংক্রান্ত অভিযোগ করার অধিকারও আপনার আছে (www.ico.org.uk)  তবে, আইসিও-এর নিকট যাওয়ার পূর্বে আমাদের আপনার সংশয় মেটানোর সুযোগ দেওয়া হলে আমরা কৃতজ্ঞ থাকবো। সুতরাং, অনুগ্রহ করে আমাদের সাথে প্রথমে যোগাযোগ করুন।  

আমরা কথা দিচ্ছি যে আমাদের তত্ত্বাবধায়নে থাকা আপনার ব্যক্তিগত তথ্যগুলোর প্রতি শ্রদ্ধা রাখবো এবং তা সুরক্ষিত রাখবো। আপনার তথ্যগুলো কিভাবে ব্যবহৃত হবে সে বিষয়ে আমার তথ্য সংগ্রহের সময় পরিষ্কার থাকে চাই। এই বিজ্ঞপ্তিতে আসা যেকোন প্রাসঙ্গিক পরিবর্তনের ব্যাপারে আমরা আপনাকে অবহিত করবো।  

কোন ব্যক্তিগত তথ্যগুলো সংগ্রহ করা হবে? 

বিভিন্ন অনলাইন মাধ্যম (ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটফুয়েল, প্রেডিসিটি) ব্যবহার করে আমরা আপনার তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করবো যার কিছু ব্যক্তিগত তথ্য হিসেবে শ্রেণীবদ্ধ। জরিপটি সম্পূর্ণ করার প্রতিদানে কিছু অর্থ পাথানোর উদ্দেশ্যে আমরা শুধু সেসকল অংশগ্রহনকারীদের মোবাইল নম্বর এবং/অথবা ই-মেইল ঠিকানা সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করবো যারা এই তথ্যগুলো প্রদান করার সম্মতি জানাবে।  

আমাদের তথ্য বিশ্লেষণ আরও নিখুত করতে আমরা আপনার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করবো এবং সেই তথ্য প্রক্রিয়াকরণ করবো। আমরা আপনার লিঙ্গ এবং সময় অঞ্চল সম্বন্ধেও তথ্য সংগ্রহ করবো (ফেসবুক দ্বারা সংগৃহীত)।  পরিশেষে, এই হস্তক্ষেপটি অংশগ্রহণকারীদের স্বাস্থ্য বার্তাগুলোর বিষয়ে বোধগম্যতা বৃদ্ধি করেছে কি না তা যাচাই করতে আমরা আপনাকে কোভিড-১৯ এর নিয়ম নির্দেশিকা সম্পর্কে আপনার উপলব্ধি এবং স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা চর্চার বিষয়ে জিজ্ঞাসা করবো (অনলাইন জরিপের মাধ্যমে)

ফেসবুক এবং চ্যাটফুয়েল পৃথকভাবে তাদের নিজ নিজ শর্তাবলি অনুযায়ী আপনার ফেসবুক অ্যাকাউন্ট-এর মাধ্যমে তথ্য সংগ্রহ করবে। উপরে তালিকাভুক্ত তথ্য ব্যতিত ফেসবুক বা চ্যাটফুয়েল দ্বারা সংগৃহীত আর কোনও তথ্য পাওয়ার অনুমতি নেই। তালিকাভুক্ত তথ্য ব্যতিত আর কোনও তথ্যের উপর প্রেডিসিটি-এর কোন প্রভাব থাকবেনা। 

সংগৃহীত তথ্য দ্বারা কী করা হবে? 

যে উদ্দেশ্যে বিআইটি আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করবে তা হলো: 

  • জরিপ সম্পূর্ণ করার প্রতিদানে অর্থ/মোবাইল ফোনের ক্রেডিট পাঠানো হবে (যদি আমরা আপনাকে জরিপে অংশগ্রহন করতে বলার সময় এই প্রস্তাব দেই এবং তাতে সম্মতি জানিয়ে আপনি আপনার যোগাযোগের তথ্য প্রদান করার সিদ্ধান্ত নেন, অথবা আপনি আমাদের দ্বারা পরিচালিত লটারি তে কোন পুরষ্কার জিততে সক্ষম হয়ে থাকেন);  
  • স্বাস্থ্য পরিণতির উন্নয়ন এবং বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার রোধ করার উদ্দেশ্যে একটি হস্তক্ষেপ পরিচালনার জন্য গবেষণার অংশ হিসেবে এবং এ ধরণের বিভিন্ন হস্তক্ষেপের প্রভাব এবং কার্যকারিতা পরীক্ষা করার জন্য আপনার জরিপের ফলাফলগুলো বিশ্লেষণ করা হবে। 

আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের জন্য আমাদের আইনী ভিত্তি? 

এই বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতিতে আপনার তথ্য ব্যবহারের অনুমতি পাওয়ার আগে আমাদের তথ্য সুরক্ষা আইনের কিছু শর্তাবলি পূরণ করতে হবে যার ভিতর তথ্য প্রক্রিয়াকরণের একটি বৈধ ভিত্তি নিশ্চিত করা অন্তর্ভুক্ত। 

উপরে তালিকাভুক্ত ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে আমরা নিম্নের বৈধ ভিত্তিগুলোর ওপর নির্ভর করছি: 

  • আপনার সম্মতি (অর্থ পাঠানোর উদ্দেশ্যে আপনার যোগাযোগের তথ্য প্রক্রিয়াকরণ সম্পর্কিত)। আপনি প্রেডিসিটি বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের ডিপিও (উপরে বিস্তারিত দেখুন)-এর সাথে যোগাযোগ করে যেকোন সময় সম্মতি প্রত্যাহার করতে পারেন। এমতাবস্থায় আমরা আপনার যোগাযোগের তথ্য মুছে ফেলবো এবং ভবিষ্যতে আপনাকে কোন অর্থ প্রদান করা হবে না;  
  • স্বাস্থ্য পরিণতির উন্নয়ন এবং বাংলাদেশে কোভিড-১৯ এর বিস্তার রোধ করার উদ্দেশ্যে একটি হস্তক্ষেপ পরিচালনার জন্য এবং এ ধরণের বিভিন্ন হস্তক্ষেপের প্রভাব ও কার্যকারিতা পরীক্ষা (আমাদের জরিপের উত্তরগুলো বিশ্লেষণ সম্পর্কিত) করার জন্য আমাদের ন্যায়সঙ্গত আগ্রহ। এই প্রক্রিয়াকরণ এমন পদ্ধতিতে করা হয় যা আপনার গোপনিয়তার ওপর সর্বনিম্ন প্রভাব রাখে। তথ্য আদায়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং আপনার জরিপের ফলাফলগুলো আপনার সম্পর্কে সরাসরি সনাক্তযোগ্য তথ্যের সাথে সংযুক্ত না করাও আমাদের গোপনিয়তা রক্ষার পদ্ধতির মাঝে অন্তর্ভুক্ত; এবং  
  • এমন ভাবে সম্পন্ন বৈজ্ঞানিক গবেষণামূলক কাজ (তথ্যের শ্রেণীবিভাগ সম্পর্কিত যেমন ধর্ম) যা তথ্য সুরক্ষার অন্তঃসারের প্রতি সম্মান রাখে এবং মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিশ্চিত করে। 

কে/কারা আপনার তথ্য দেখতে পারবে? 

এই প্রকল্পে কর্মরত বিআইটি দলের সীমিত সংখ্যক গবেষক এবং উপদেষ্টা আপনার তথ্য দেখতে পারবে।  

আপনার উত্তরগুলো অনুবাদ করার উদ্দেশ্যে প্রদানকৃত তথ্যসমূহ বিআইজিডি এবং তৃতীয় পক্ষের কাছেও প্রদান করা হবে। ভবিষ্যতে আমরা বিআইজিডি কে একটি তথ্য আদান-প্রদান চুক্তির অংশ হিসেবে আপনার তথ্যগুলো প্রদান করতে পারি। 

আপনাকে প্রণোদনামূলক পারিতোষিক দেওয়ার উদ্দেশ্যে আপনার যোগাযোগের তথ্য বিআইজিডি এবং তৃতীয় পক্ষের কাছে প্রদান করা হতে  পারে। যেমন তৃতীয় পক্ষ আপনাকে মোবাইল অর্থ স্থানান্তর বা ফোন ক্রেডিট টপ আপ সেবা প্রদান করতে পারে। এই তৃতীয় পক্ষদের ডাটা প্রসেসর হিসেবে নির্দেশনা দেওয়া হবে যারা বিআইটি-এর পক্ষে তথ্য প্রক্রিয়াকরণ করবে। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই তৃতীয় পক্ষের সাথে আমাদের চুক্তি সংক্রান্ত শর্তাদি, নীতি এবং পদ্ধতি রয়েছে। 

নিজেদের বা অন্যদের অন্যায় বা ক্ষতিকারক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে আইন দ্বারা প্রয়োজন পরলে অথবা আমাদের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার উদ্দেশ্যে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারি। 

আন্তর্জাতিক স্থানান্তর 

বাংলাদেশ থেকে সংগ্রৃহীত হওয়ার পর আপনার তথ্য যুক্তরাজ্যে অথবা রেপাবলিক অফ আয়ারল্যান্ড-এ অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের সার্ভারে সংরক্ষিত থাকবে। অনুবাদ এবং প্রণোদনার কাজে বাংলাদেশে অবস্থিত তৃতীয় পক্ষের কাছে আপনার তথ্য পাঠাতে পারি। এসব ক্ষেত্র ব্যতিত আমরা আপনার তথ্য যুক্তরাজ্য বা ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (ইইএ) বাইরে পাঠাবোনা। কিন্তু ফেসবুক বা চ্যাটফুয়েল আপনার তথ্য যুক্তরাজ্য বা ইইএ-এর বাইরে স্থানান্তর করতে পারে। অনুগ্রহ করে ফেসবুকের গোপনীয়তা নীতি দেখুন যা এখানে পাওয়া যাবে: https://www.facebook.com/policy.php। অনুগ্রহ করে চ্যাটফুয়েলের গোপনীয়তা নীতি দেখুন যা এখানে পাওয়া যাবে: https://chatfuel.com/files/PrivacyPolicy.pdf। 

নিরাপত্তা 

আপনার ব্যক্তিগত তথ্যসমূহ রক্ষার স্বার্থে আমরা সমীচীন পদক্ষেপ গ্রহন করবো। এবং অননুমোদিত অনুমতি, পরিবর্তন, ক্ষতি বা আপনার তথ্য প্রকাশ কমিয়ে আনার জন্য উদ্ভাবিত কার্যপ্রণালী অনুসরণ করবো।  

শিল্পের অবস্থা, বাস্তবায়নের ব্যয় এবং প্রক্রিয়াকরণের প্রকৃতি, সুযোগ, প্রসঙ্গ ও উদ্দেশ্য বিবেচনার পাশাপাশি সাধারন মানুষের অধিকার এবং স্বাধীনতার জন্য সম্ভাবনা ও তীব্রতার বিভিন্নতার ঝুঁকি বিবেচনা করে আমরা যথাযত প্রযুক্তিগত ও সাংগঠনিক ব্যবস্থা প্রয়োগ করবো যেন এইসব ঝুঁকি মোকাবেলার জন্য একটি উপযুক্ত স্তরের সুরক্ষা নিশ্চিত হয়। 

আমরা নিশ্চিত করছি যে যাদের স্থায়ী বা নিয়মিত আপনার ব্যক্তিগত তথ্য দেখার অনুমতি আছে বা যারা আপনার সেই তথ্যগুলো প্রক্রিয়াকরণের দায়িত্বে আছে, তারা তাদের তথ্য প্রক্রিয়াকরণ কালিন অধিকার এবং দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষিত এবং অবগত। আমরা এই অনুমতি জানার প্রয়োজনিয়তার ভিত্তিতে প্রদান করে থাকি এবং এই অনুমতির প্রয়োজন ফুরিয়ে গেলে তা প্রত্যাহার করার জন্য ব্যবস্থা গ্রহন করা আছে।  

যে কোন ধরণের সন্দেহভাজন তথ্য লঙ্ঘন মোকাবেলায় আমরা বিভিন্ন ব্যবস্থা জারি রেখেছি এবং আইনত প্রয়োজনে আমরা আপনাকে এবং যে কোনও প্রযোজ্য ডেটা লঙ্ঘন নিয়ন্ত্রককে অবহিত করবো। 

তথ্য ধারণ 

আমাদের তথ্য সংগ্রহের উদ্দেশ্য পূরণ করতে যতদিন সময় প্রয়োজন শুধুমাত্র ততদিন-ই আমরা আপনার ব্যক্তিগত তথ্য ধারণ করবো। এই উদ্দেশ্যগুলোর মধ্যে যেকোন আইনি, হিসাবরক্ষন এবং বিবৃতিমূলক উদ্দেশ্যও অন্তর্ভুক্ত। আপনার তথ্য ধারণের প্রয়োজন ফুরিয়ে গেলে তা নিরাপদে মুছে দেয়া হবে। এই প্রকল্পের জন্য আপনার জরিপের ফলাফল জুলাই ২০২০ থেকে আরম্ভ করে আগামী ১২ মাস সংরক্ষন করা হবে। এরপর আপনার তথ্য এই প্রকল্পের শেষে জুলাই ২০২১ সালে মুছে দেয়া হবে। আপনাকে অর্থ প্রদানের উদ্দেশ্যে সংগৃহীত যেকোন তথ্য প্রদান কার্য শেষে মুছে দেয়া হবে। 

অনুগ্রহ করে লক্ষ রাখুন যে আমাদের প্রকল্প সমাপ্তির পরও ফেসবুক অথবা চ্যাটফুয়েল আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ চালিয়ে যেতে পারে। তাদের তথ্য ধারণের সময়কাল জানতে অনুগ্রহ করে তাদের নিজ নিজ শর্তাবলী এবং গোপনীয়তা বিজ্ঞপ্তি পড়ুন। 

ব্যক্তিগত তথ্য ধারণের যথাযথ সময়কাল নির্ধারণ করতে আমরা যে বিষয়গুলো বিবেচনা করে থাকি তা হলো: ১। তথ্যের পরিমাণ, প্রকৃতি ও সংবেদনশীলতা; ২। ব্যক্তিগত তথ্যের অননুমদিত ব্যবহার বা প্রকাশের ক্ষতির সম্ভাব্য ঝুঁকি; ৩। যে উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় এবং অন্য উপায়ে সেই উদ্দেশ্য আদায় করা যায় কী না; ৪। প্রযোজ্য আইনী প্রয়োজনীয়তা।   

কিছু ক্ষেত্রে আমরা এই তথগুচ্ছ গবেষণা ও পরিসংখ্যান্সংক্রান্ত কাজে অজ্ঞাতনামা রূপে ধারণ করে পারি (যেন আপনার সাথে আর সম্পৃক্ত না করা যায়)। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী বিজ্ঞপ্তি ছাড়াই এই তথ্য অনির্দিষ্টকালের জন্য ব্যবহার করতে পারি।  

আপনার আইনী অধিকার

নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কিত আইন অনুসারে নিম্নে বর্ণিত ক্ষেত্রে অধিকার রয়েছে: 

  • আপনার ব্যক্তিগত তথ্য প্রাপ্তির অনুমতি চেয়ে আবেদন: এটি আপনাকে আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা ব্যক্তিগত তথ্যের একটি অনুলিপি পেতে এবং আমরা আপনার তথ্য বৈধভাবে প্রক্রিয়াকরণ করছি কী না তা যাচাই করতে সক্ষম করে। 
  • আপনার ব্যক্তিগত তথ্য সংশোধনের আবেদন: এর মাধ্যমে আপনি আমাদের দ্বারা ধারণকৃত কোনও অপূর্ণ বা ভুল তথ্য সংশোধন করতে পারবেন।  
  • ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন: এর মাধ্যমে আপনি আমাদেরকে আপনার সকল ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারবেন যখন আমাদের এই তথ্য প্রক্রিয়াকরণ চালিয়ে যাওয়ার আর কোন প্রয়োজন 
  • আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ব্যাপারে আপত্তি প্রকাশ: উদাহরণস্বরূপ, আমরা যদি কোন তৃতীয় পক্ষের স্বার্থ সংরক্ষণে কাজ করে থাকি, অথবা আপনার কোন নির্দিষ্ট পরিস্থিতির কারণে যদি আপনার মনে হয়ে থাকে যে এই তথ্যের প্রক্রিয়াকরণ আপনার মৌলিক অধিকার এবং স্বাধীনতার উপরে কোন প্রভাব ফেলতে পারে, আপনি আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ব্যাপারে আপত্তি প্রকাশ করতে পারেন৷ 
  • আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন: এর মাধ্যমে আপনি আমাদের আপনার বব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ স্থগিত করতে বলতে পারেন। 
  • তথ্য বহনযোগ্যতা: যেক্ষেত্রে আপনার সম্মতি বা চুক্তির ভিত্তিতে প্রক্রিয়াকরণ করা হয় এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হয়, সে ক্ষেত্রে আমরা যেন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য একটি মেশিন-পঠনযোগ্য ফর্ম্যাটে প্রদান করি বা প্রযুক্তিগতভাবে সম্ভব ক্ষেত্রে এটি তৃতীয় তথ্য নিয়ামকের কাছে প্রেরণ করি এমন আবেদন করার অধিকার আনার আছে। 
  • ব্যক্তিগত তথ্য প্রকিয়াকরণের জন্য দেয়া সম্মতি প্রত্যাহার করার অধিকারঃ এটি যেসব ক্ষেত্রে আমরা ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করার সম্মতির ওপর নির্ভর করেছি সেসব ক্ষেত্রে প্রযোজ্য। লক্ষ্য করুন সম্মতি তুলে নেয়ার পুর্বে যেসকল প্রক্রিয়া সম্পাদন করা হয়ে গেছে, সেগুলোর আইনগত ভিত্তি এতে প্রভাবিত হবেনা। 
  • সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় প্রক্রিয়াজাতকরণের ভিত্তিতে সিদ্ধান্ত সাপেক্ষে যা আপনার উপর আইনী বা অনুরূপ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তার অধীনে না থাকার অধিকার: দয়া করে মনে রাখবেন যে বিআইটি তার গবেষণা প্রকল্পগুলিতে ম্যানুয়াল হস্তক্ষেপ না করে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার সাথে নিযুক্ত না।  

আপনি যদি উপরে বর্ণিত কোনও অধিকার প্রয়োগ করতে চান তবে আপনার নির্দিষ্ট অনুরোধটি  ডেটা সুরক্ষা অফিসারকে dpo@bi.team ঠিকানায় ই-মেইল করুন। 

এটি বোঝা গুরুত্বপূর্ণ যে এই অধিকারগুলি গবেষণার ক্ষেত্রে যে পরিমাণে প্রযোজ্য তা পরিবর্তিত হতে পারে এবং কিছু পরিস্থিতিতে আপনার অধিকারগুলি সীমাবদ্ধ হতে পারে। 

সাধারণত, আপনার ব্যক্তিগত তথ্য পাওয়ার জন্য (বা অন্য কোনও অধিকার প্রয়োগ করার জন্য) আপনাকে কোনো ফী দিতে হবে না। তবে, যদি আপনার অনুরোধটি নিঃসন্দেহে ভিত্তিহীন, পুনরাবৃত্তিযোগ্য বা অতিরঞ্জিত হয় তবে আমরা একটি যুক্তিসঙ্গত ফী নিতে পারি। বিকল্পভাবে, আমরা এই ধরণের পরিস্থিতিতে আপনার অনুরোধটি প্রত্যাখ্যান করতে পারি। 

আপনার পরিচয় এবং আপনার ব্যক্তিগত তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে (বা অন্য কোনও অধিকার প্রয়োগ করার জন্য) আমাদের আপনার কাছ থেকে নির্দিষ্ট তথ্যের জন্য অনুরোধ করতে হতে পারে । ব্যক্তিগত তথ্য গ্রহণ করার অধিকার নেই এমন কোনো ব্যক্তির কাছে যাতে তথ্য প্রকাশ করা না হয়, তা নিশ্চিত করার জন্য এটি একটি সুরক্ষা ব্যবস্থা। আমাদের প্রতিক্রিয়ার গতি বাড়ানোর জন্য আপনার অনুরোধের পাশাপাশি আমরা আরও তথ্য জানতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি।

আমরা এক মাসের মধ্যে সমস্ত বৈধ অনুরোধের জবাব দেওয়ার চেষ্টা করি। আপনার অনুরোধটি বিশেষত জটিল হলে বা আপনি বেশ কয়েকটি অনুরোধ করে থাকলে কখনত্ত কখনত্ত আমাদের এক মাসেরও বেশি সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে, আমরা আপনাকে অবহিত করব।

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা আপনার অধিকারগুলি প্রয়োগ করার অনুরোধটি মেনে চলতে পারবো যতদিন আমাদের কাছে আপনাকে সরাসরি সনাক্ত করার মতো ব্যক্তিগত তথ্য থাকবে । যদি আমরা কেবল ছদ্মনামযুক্ত তথ্য সংগ্রহ করে থাকি (উদাঃ যেখানে আমরা কোনো নাম বা যোগাযোগের ঠিকানা সংগ্রহ করি নি) বা ব্যক্তিগত তথ্য অপরিবর্তনীয়ভাবে অপ্রকাশিত রাখা হয় এবং গবেষণা ডেটা সেটের অংশ হয়ে যায়, সেই ক্ষেত্রে তা আমাদের পক্ষে অনুসরণ করা সম্ভব হবে না। 

এই বিজ্ঞপ্তিতে পরিবর্তন: 

আমরা সময়ে সময়ে এই গোপনীয়তা বিজ্ঞপ্তি পরিবর্তন করতে পারি। আমরা যে পদ্ধতিতে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করবো তাতে কোনও উল্লেখযগ্য পরিবর্তন আনি তবে তা আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করে পরিষ্কার করবো। 

প্রতিষ্ঠানের তথ্য: 

বিহেভিওরাল ইনসাইটস লিমিটেড ইংল্যান্ড এবং ওয়েরলস একটি নিবন্ধভুক্ত প্রতিষ্ঠান। নিবন্ধন নম্বর০৮৫৬৭৭৯২ 

নিবন্ধভুক্ত অফিস: ৪ ম্যাথিউ পার্কার স্ট্রিট, লন্ডন এসডব্লিউ১এইচ৯এনপি